۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
মজলুমে কারবালা ইমাম হুসাইন (আঃ)-এর আরবাঈন উপলক্ষ্যে "সাবিল-এ-ইমাম হুসাইন"
ইমাম হুসাইন (আ.) আরবাইন

হাওজা / বিগত বছরের ন্যায় এই বছরও আরবাইনে আগত যায়েরীনদের খিদমতের জন্য নাজাফে আশরাফ ইরাকে, হযরত মাওলা আলী (আ.)-এর হারামের সামনে মৌকিব (খাদ্য ষ্টল) এর আয়োজন করা হচ্ছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

সালামুন আলাইকুম,
সন্মানীয় মাওলার আযাদারগণ,
আপনারা অবগত আছেন যে, বিগত বছরের ন্যায় এই বছরও আরবাইনে আগত যায়েরীনদের খিদমতের জন্য নাজাফে আশরাফ ইরাকে, হযরত মাওলা আলী (আ.)-এর হারামের সামনে মৌকিব (খাদ্য ষ্টল) এর আয়োজন করা হচ্ছে। উক্ত ষ্টলে পানি, শরবত, চা ও তিন বেলার আহারের ব্যবস্থা করা হয়ে থাকে। এই ব্যবস্থায় বিশাল অর্থের প্রয়োজন হয় যা সংগ্রহের মধ্যামে একত্রিত করা হয়।
অতএব উক্ত মহৎ কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা একান্ত কাম্য।
উল্লেখ্য এই খাদ্য শিবির টি বিগত ৮ থেকে ৯ বছর ধরে সফল ভাবে আয়োজিত হয়ে আসছে।

এই শিবির থেকে বহু আযাদার, যারা ইমাম হুসাইন (আঃ)-এর মেহমান, যাদের খেদমত করা হয়। যেটি অনেক বড় সওয়াবের কাজ। সৌভাগ্যের বিষয় যে নাজাফ শহরে আগত আযাদার দের খিদমতে আমরা কিছু করতে পারছি।

বিঃদ্রঃ - আপনারা যারা সহযোগিতা করছেন,আর যে ভাবেই সহযোগিতা করছেন, মানি ট্রান্সফারের একটা স্ক্রিনসট এই নাম্বারে সেন্ট করে দেবেন।
+964 786 702 0092.
..............................................
আমরা নিচে Bank Account উল্লেখ করলামঃ
Adullah hossain
C/O Abul Hussain Mondal
Narkel Beria 24 Pgs (N) W. B.
A/C No : 50190009695211
IFS No : BDBL001036

Name: Hasan ali
A/c:50100586326171
Ifsc code:HDFC0003511
Bank name: HDFC
Mobile no:8167824981

https://chat.whatsapp.com/L5soUVI6eWG0m5hURyhVGN

*পরিচালনায়:*
বাকিয়াতুল্লাহ (আ.) অর্গানাইজেশন (নাজাফ প্রবাসী বাঙালি ছাত্র বৃন্দ) নজাফ, ইরাক।
যোগাযোগ নম্বর:
+964 786 702 0092

تبصرہ ارسال

You are replying to: .